Trina Saha: ইয়েলো ফিভার! সর্ষে-হলুদ আউটফিট আর মদির চোখের ভাষায় কী জাদু লুকোলেন তৃণা?

শরীরজোড়া হলুদ ঘাসের দেশ!

সমাজমাধ্যমে বরাবরই বেশ সক্রিয় তিনি। নিত্য-নতুন স্টাইল স্টেটমেন্টে মোহময়ী রূপে ধরা দেন তিনি। কখনো গোলাপি মৎস্যকন্যার সাজে পুল পার্টিতে উদ্দাম হুল্লোড়ে মেতে ওঠেন স্বামীর সঙ্গে, কখনো আবার মনহরণে মরিয়া হয়ে ওঠেন একাই। সমাজমাধ্যম জুড়ে তখন কেবলই তৃণা-জ্বর। রথযাত্রার দিন-দুয়েক আগে থেকেই ইনস্টাগ্রাম পেজে হলুদ-পরীর অবতারে ধরা দিচ্ছিলেন তৃণা সাহা, যেন ঠিক ইয়েলো ফিভার। 

Trina Saha shares her pics on instagram in full yellow hot outfit

শরীর জোড়া যেন সত্যিই হলুদ ঘাসের দেশ। যেন আসমুদ্র বিস্তৃত একটা সর্ষেক্ষেতের চিত্রকল্প। এমনই হলুদ আউটফিটে রূপের আগুনে ঝড় তুললেন তৃণা সাহা। বাদামি খোলা চুল, আলতো কোমল ঠোঁট আর চোখের মদির ভাষায় যেন প্রাণ হারাবে শত শত তরুণ। 

Trina Saha shares her pics on instagram in full yellow hot outfit

স্লিভলেস হলুদ গাউনের সঙ্গে অভিজাত ঘড়িটি হাতে উজ্জ্বল হয়ে ধরা দিয়েছে। তার সঙ্গে পেলব গ্রীবার থেকে শোভা পাচ্ছে একটা সুদৃশ্য লকেট। বোঝাই যাচ্ছে এটি কোনো ফটোশুটের দৃশ্য। উল্লেখ্য এই ছবিগুলি তুলেছেন সৌম্যজিৎ দত্ত। 

Trina Saha shares her pics on instagram in full yellow hot outfit



Post a Comment

0 Comments