শরীরজোড়া হলুদ ঘাসের দেশ! |
শরীর জোড়া যেন সত্যিই হলুদ ঘাসের দেশ। যেন আসমুদ্র বিস্তৃত একটা সর্ষেক্ষেতের চিত্রকল্প। এমনই হলুদ আউটফিটে রূপের আগুনে ঝড় তুললেন তৃণা সাহা। বাদামি খোলা চুল, আলতো কোমল ঠোঁট আর চোখের মদির ভাষায় যেন প্রাণ হারাবে শত শত তরুণ।
স্লিভলেস হলুদ গাউনের সঙ্গে অভিজাত ঘড়িটি হাতে উজ্জ্বল হয়ে ধরা দিয়েছে। তার সঙ্গে পেলব গ্রীবার থেকে শোভা পাচ্ছে একটা সুদৃশ্য লকেট। বোঝাই যাচ্ছে এটি কোনো ফটোশুটের দৃশ্য। উল্লেখ্য এই ছবিগুলি তুলেছেন সৌম্যজিৎ দত্ত।
0 Comments